এএসএম সা'-আদাত উল করীম:
জামালপুর সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (আনুমানিক ৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার, ৭ ডিসেম্বর সকালে সদরের তিতপল্লা ইউনিয়নের গজারিয়া বিলের পাশের ধান ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, সদরের তিতপল্লা ইউনিয়নের গজারিয়া বিলের পাশের ধান ক্ষেতে বিবস্ত্র ও অর্ধগলিত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে ধানকাটা শ্রমিকরা। এ সময় স্থানীয় বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় করলেও কেউ তাকে শনাক্ত করতে পারেনি। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মরদেহের মাথায় আঘাতের ক্ষত রয়েছে। স্থানীয় নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, ‘অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মাথায় আঘাতের ক্ষত রয়েছে। তার দেহ পচেগলে চেহারা প্রায় বিকৃত হয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।