আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ নেতার গুদাম থেকে সরকারি সাড়ে ২৭ মেট্রিক টন চাল জব্দ করেছে প্রশাসন। সোমবার রাতে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের গুদাম থেকে জিআর ও ভিজিডির এসব চাল সিলগালা করা হয়েছে।
ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, গোয়ালের চর ইউপি’র চেয়ারম্যান হারুন অর রশীদ জিআরের ৩০ কেজি ওজনের ৬০০ বস্তা এবং ও ভিজিডির ৩০ কেজি ওজনের ৩২২ বস্তা চাল উত্তোলন করে ইসলামপুর দরিয়াবাদ এলাকায় উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের গুদামে রাখেন।গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যে সোমবার রাতে ওই গুদামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। পরে চালসহ গুদামটি সিলগালা করা হয় বলে জানান তিনি।
গুদাম মালিক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জানান, গোয়ালের চর ইউপি চেয়ারম্যান চার বছর ধরে তার গুদাম ভাড়া নিয়ে সরকারি চালসহ অন্য মালামাল মজুদ করে রাখেন। পরে সেখান থেকে নিয়ে বিতরণ করেন। এ চালের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।