এএসএম সা'-আদাত উল করীম: জামালপুরের ইসলামপুর উপজেলার রামভদ্রা পশ্চিমপাড়া থেকে ৫০ লিটার চোলাই মদসহ সুকলাল রবিদাস (৫৫) নামের এক চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জামালপুর র্যাব-১৪।জামালপুর ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানে নেতৃত্ব দেন। র্যাবের একটি আভিযানিক দল রবিবার ৮ ডিসেম্বর রাত ৮টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার রামভদ্রা পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় স্থানীয় সুকলাল রবিদাশ নামের এক চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সুকলাল রবিদাশ স্থানীয় প্রয়াত কৃষ্ণ রবিদাশের ছেলে।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাদকবিরোধী অভিযানের এ তথ্য জানানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।