এএসএম সা'-আদাত উল করীম: সারা দেশে করোনা ভাইরাস আতঙ্কে গণজমায়েত, সভা সমাবেশ নিষিদ্ধ হলেও জামালপুরের ইসলামপুরে এ নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন ইসলামপুর উপজেলার লাউদত্ত খান পাড়া এলাকার মিন্টু মিয়া । স্থানীয় প্রশাসন এ বিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা ও সর্তক করা হয়। ২১ মার্চ শনিবার বিকালে মিন্টু মিয়ার বিয়ে বাড়ীতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। তিনি সংবাদ মাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বরপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা শেষে বরপক্ষকে বাসে তুলে বগুড়ায় ফেরত পাঠায় ভ্রাম্যমান আদালত।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।