গত ১ যুগেরও বেশী সময় ধরে আমদানিকৃত পণ্য Seaman, Hitachi, General, Carrier ব্রান্ডের এসি, ফ্রিজ, এলইডি টিভি, হোম এপ্লায়েন্স সামগ্রী ৮০ টি ডিলার পয়েন্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে। ব্যবসাকে গতিশীল করতে বিভিন্ন পদে পরিশ্রমী ও মেধাবী লোকবল নিয়োগ করা হবে।
পদের নাম শিক্ষাগত যোগ্যতা বেতন
১. বিভাগীয় এরিয়া ম্যানেজার - ৮ জন। ন্যূনতম স্নাতক/স্নাতকোত্তর পাশ। ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। ২২,০০০-২৬,০০০/-
২. জেলা ভিক্তিক সেলস অফিসার - ৭৮ জন। ন্যূনতম উচ্চ মাধ্যমিক/স্নাতক পাশ হতে হবে। ১২,০০০-১৫,০০০/-
৩. থানা ভিক্তিক সেলস অফিসার বা জুনিয়র সেলস অফিসার -১৪৮ জন। ন্যূনতম উচ্চ মাধ্যমিক/
স্নাতক পাশ হতে হবে। ১০,০০০-১৩,০০০/-
স্বাক্ষাৎকারের স্থান ও তারিখ: প্রার্থীদের স্বাক্ষাৎকার নিজ বিভাগ/জেলা ও ঢাকায় অবস্থানরত প্রার্থীগণ ঢাকা অফিসে স্বাক্ষাৎকার দিতে পারবেন। স্থান ও তারিখ মোবাইল ঝগঝ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদেরকে ৩০/০৮/২০১৯ইং তারিখের মধ্যে স¦াক্ষাৎকার বাবদ ১নং পদে ৫০০/, ২নং পদে ৪০০/- এবং ৩নং পদের জন্য ৩০০/- টাকা (অফেরতযোগ্য) পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (সীম্যান বাংলাদেশ লিঃ এর নামে হিসাব নং-২১৬৪১১৩০০৪১৫২ প্রাইম ব্যাংক) কপিসহ আবেদনপত্রের সাথে ২ কপি পাশর্পোট সাইজ ছবি, সকল কাগজপত্র ( জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা, নাগরিক সনদপত্র) বরাবর ব্যবস্থাপক সীম্যান বাংলাদেশ লি: বাসা-১৫৫, রোড়-০১, এভিনিউ-০৩, মিরপুর-১২ (DOHS), ঢাকা-১২১৬ এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। খামে পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। বি:দ্র: টার্গেটের উপরে Extra সেলস কমিশন এবং টিএ/ডিএ প্রদান করা হবে।
সীম্যান বাংলাদেশ লি: ইলেকট্রোনিক, ফার্নিচার, এগ্রো এবং ট্রাভেল এজেন্সী।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।