মো.আলী হোসেন খাঁন : অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জগন্নাথপুর-সিলেট সড়কে কাজ শুরু হয়েছে। সড়কে কাজ শুরু হওয়ায় জনমনে আনন্দের বন্যা বইছে।
জানা গেছে, জগন্নাথপুর-সিলেট সড়কের বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে মানুষ ভোগান্তির শিকার হয়ে আসছেন। ভাঙাচোরা সড়কটি মেরামতের দাবিতে পরিবহণ শ্রমিক সহ স্থানীয় জনতা অনেক আন্দোলন করেন। অবশেষে গত প্রায় এক সপ্তাহ ধরে জগন্নাথপুর-সিলেট সড়কের জগন্নাথপুর থেকে কেউনবাড়ি বাজার পর্যন্ত জগন্নাথপুর এলজিইডির অধীনে ২৫ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার সড়কের কাজ শুরু হয়েছে। এ ব্যাপারে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, গত প্রায় এক সপ্তাহ ধরে জগন্নাথপুর-সিলেট সড়কে কাজ শুরু হয়েছে। বর্তমানে সড়কের বাইপাস রাস্তাসহ আনুসাঙ্গিক কাজ চলছে। তবে অচিরেই সড়ক মেরামত ও সেতু নির্মাণ কাজ শুরু হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।