জগন্নাথপুর সংবাদদাতা (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই সন্তানের জনকের বিরুদ্ধে দশ বছর বয়সী চতুর্থ শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধ'র্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় ধর্ষণের অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযুক্ত জয়নুল মিয়া (৪০) শ্রীরামিসী চাঁদবোয়ালীয়া গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র।
তথ্য অনুসন্ধানে, এলাকাবাসী সূত্রে,ভিকটিমের পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (৩১ মে) সকাল ১১টায় উপজেলার শ্রীরামিসী গ্রামে নানার বাড়ি যাওয়ার পথে জয়নুল তাকে ডেকে নিয়ে পুকুরপাড়ের পাকা ঘাটে ওই মাদ্রাসা ছাত্রীকে ধ'র্ষণ করে।
পরে ধ'র্ষণের শিকার ওই শিশুটিকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা শেষে জগন্নাথপুর থানা পুলিশ হেফাজতে রাখা হয়।
এদিকে ধর্ষক ও তার আত্মীয়-স্বজন ভিকটিম শিশুর বাবাকে থানায় মামলা না করতে বিভিন্নভাবে হু'মকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
ধ'র্ষণের শিকার শিশুটির বাবা জানান, 'তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার ৪র্থ শ্রেণিতে পড়ে। গত বুধবার নানার বাড়ি যাওয়ার পথে বাড়ির পূর্ব পাশে পুকুরঘাটে জয়নুল মিয়া তার মেয়েকে জোরপূর্বক ধ'র্ষণ করে। ঘটনাটি কাউকে বললে অবুঝ শিশুটিকে প্রা'ণে মেরে ফেলবে বলে হু'মকি দেয় জয়নুল মিয়া। পরে মেয়েটি বাড়ি এসে কান্না করে মাকে ঘটনার বিষয়ে জানায়।
তিনি বলেন, 'শিশুটির মা অসুস্থ মেয়েকে তাৎক্ষণিক জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।'
শিশুটির বাবা বলেন, ‘আমাকে হু'মকি দিচ্ছে মামলা না করার জন্য। যদি মামলা করি আমাকে মেরে ফেলবে। এদিকে চাদবোয়ালী গ্রামের মৃত সিদ্দীক আলীর ছেলে শওকত আলী, মৃত মধু মিয়ার ছেলে সাবেক মেম্বার নছির মিয়া,মৃত আবরু মিয়ার ছেলে আব্বাস মিয়া এই ঘটনায় মামলা না করতে সিলেট ওসমানী মেডিকেল যায়। তারা আমাদেরকে ভ'য় দেখায় যাতে আমরা মামলা না করি। ধর্ষণকারীর জয়নুলের বন্ধু ভরাউট গ্রামের সিরামিসি বাজারের ব্যবসায়ী আব্দুল বারীকের ছেলে নানু মিয়া এই ঘটনা ধামাচাপা দিতে আমাদের কে নানা ভাবে হ'য়রানি করছে।'
তিনি তার অবুঝ সন্তানের ধর্ষণের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন।
ঘটনার খবর পেয়ে গত শুক্রবার দুপুর ১টায় পুলিশের জগন্নাথপুর সার্কেল শুভাশিস ধর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ধ'র্ষণের শিকার শিশুটিকে দেখে আসেন।
জগন্নাথপুর সার্কেল শুভাশিস ধর বলেন, ‘শিশুটিকে ধ'র্ষণের ঘটনা শুনে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে মেয়েটিকে দেখেছি। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।