মো.আলী হোসেন খাঁন :
সুনামগঞ্জের জগন্নাথপুরে লিজেন্ড অব ক্রিকেট ক্লাবের উদ্যোগে নলুয়ার হাওর পাড়ের দাস নোয়াগাঁও গ্রামের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য অনিল চন্দ্র দাসের সভাপতিত্বে ও মিঠন দেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ সমাজকর্মী ও ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রিকেট ক্লাবের সভাপতি ও শীতবস্ত্রের অর্থদাতা আমিরুল হক চৌধুরী, সাংস্কৃতিক কর্মী নুর আহমদ রুদ্র, আবদুল মুকিত ও ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ দাস।
এ সময় সমাজকর্মী রাজিব চন্দ্র রাজু, নবীন আল জামান, নুরুল হক, সঞ্জয় দেবনাথ, রনিরাজ, ফয়সল আহমদ, বিশাল কৃষ্ণ, মাহিরাজ, গৌরব দত্ত, হোসাইন মির্জা, শায়েক আহমদ, শাহ বিল্লাল, সোয়েব আহমদ, পপ শুভ, বিএ মান্না, সোলেমান, প্রদীপ, আবির, রুমন দেব, তানভীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে প্রায় শতাধিক অসহায় পরিবারের নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রচন্ড শীতে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে হাসি ফুটে উঠে শীতার্ত মানুষের মুখে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।