মো.আলী হোসেন খান : সুনামগঞ্জের জগন্নাথপুরে শত্রুতার বলি হয়েছে রোপণকৃত ধানের চারা। সবে মাত্র গুছিয়ে উঠা ধানের চারা কেটে ফেলা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামে। ৪ মার্চ বুধবার সরজমিনে দেখা যায়, স্থানীয় হাওরে জয়দা গ্রামের ছালিক মিয়ার রোপণকৃত প্রায় দেড় কেদার জমির ধান কেটে জমিতে ফেলে রাখা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্তরা জানান, ৩ মার্চ মঙ্গলবার রাতের আধারে দুর্বৃত্তরা জমির ধান কেটে ফেলে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। জয়দা গ্রামের প্রবাসী ইয়াসিন মিয়ার সাথে উক্ত জমি নিয়ে ছালিক মিয়ার বিরোধ রয়েছে। এই শত্রুতার আক্রোশে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে ক্ষতিগ্রস্তরা জানান। ধানের সাথে শত্রুতা দেখে স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।