মো.আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুরে র্যাবের হাতে অস্ত্রসহ ২ ও পুলিশের হাতে আরো ২ জনসহ ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের মৃত কনা মিয়ার ছেলে সাহাজাত মিয়া, একই গ্রামের আলকাব আলীর ছেলে আকমল হোসেন, সাতহাল গ্রামের নিপেশ করের ছেলে শিমুল কর ও কেশবপুর গ্রামের আবদুল ওয়াহিদের ছেলে আলী আমজাদ। থানা সূত্র জানায়, ২০ মার্চ রাতে সিলেট র্যাব- ৯ এর অভিযানে একটি পাইপগানসহ সাহাজাত মিয়া ও আকমল হোসেনকে গ্রেফতার করে থানা পুলিশে সোপর্দ করা হয়। এছাড়া থানা পুলিশের পৃথক অভিযানে নারী নির্যাতন মামলার আসামী শিমুল কর ও অন্য মামলার আসামী আলী আমজাদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ২১ মার্চ শনিবার সুনামগঞ্জ আতালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।