মো.আলী হোসেন খান :
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার করোনা রোগীদের নমুনা সংগ্রহকারী নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৮ এপ্রিল তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর নিশ্চিত করেছেন। এ নিয়ে জগন্নাথপুরে মোট ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তাই করোনা বিষয়ে সবাইকে আরো সতর্ক হওয়ার জন্য আহবান জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।