মো.আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাগময়না নোয়াগাঁও গ্রামের শাহিন তালুকদার নামের এক ব্যক্তি কুশিয়ারা নদীর পাড় কেটে গাড়ি দিয়ে মাটি নিয়ে বাড়ি ভরাট করছেন। দেখা যায়, কয়েকজন শ্রমিক কুশিয়ারা নদীর পাড় কেটে গাড়িতে মাটি নিয়ে যাচ্ছেন। এ সময় শ্রমিকরা বলেন, শাহিন তালুকদারের নির্দেশে আমরা মাটি নিয়ে যাচ্ছি। যদিও শাহিন তালুকদার বলেন, এটি কুশিয়ারা নদীর পাড় হলেও আমার মালিকানা জায়গা থেকে মাটি নিচ্ছি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।