মো.আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুরে হচ্ছে ২টি মুজিব কেল্লা। মুজিব কেল্লাগুলো বাস্তবায়ন হলে দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষ ও গবাদিপশুর নিরাপদ আশ্রয় হবে। জানাগেছে, জগন্নাথপুরে সরকারি উদ্যোগে ২টি মুজিব কেল্লা হচ্ছে। একটি হচ্ছে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের রসুলপুর মৌজা এলাকায় ও আরেকটি হচ্ছে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও এলাকায়। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার এসব মুজিব কেল্লা’র প্রস্তাবিত জমি পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন খানসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিগণ ও বুয়েটের কারিগরি বিভাগের ২ জন প্রতিনিধি ছিলেন। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন খান বলেন, মাননীয় পরিকল্পনামন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় জগন্নাথপুরে ২টি মুজিব কেল্লা হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।