মো.আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুরে সফিনা আক্তার শেফা (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার চিলাউড়া-রসুলপুর গ্রামের সুজাত মিয়ার স্ত্রী। এছাড়া টিনা বেগম (২৫) নামের আরেক গৃহবধূ আত্মহত্যার চেষ্ঠা করেছেন। তিনি উপজেলার বালিকান্দি গ্রামের সুজন মিয়ার স্ত্রী। পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১৯ মার্চ বৃহস্পতিবার গৃহবধূ সফিনা আক্তার শেফা তার মামার বাড়ি বাউধরণ গ্রামে বেড়াতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
জগন্নাথপুর থানার এসআই মির্জা শাফায়েত বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে আরেক গৃহবধূ টিনা বেগম বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।