জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে ৭ ইউনিয়নে গত ২৬ ডিসেম্বর নির্বাচন সম্পন্ন হয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নৌকা প্রতিককে ডুবাতে ব্যাপক চেষ্টা করে সফল হয়েছেন আ,লীগ নেতা হারুন রশীদ।
অভিযোগে জানা যায় ,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের অনেক নেতাকর্মীরা জানান, নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে ব্যাপক প্রচার প্রচারণা করেছেন ইউনিয়ন আ,লীগ, যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু তাদের কষ্ট সফল হয়নি দলে থাকা কিছু দু’মুখো নেতা কর্মীদের কারণে। এদিকে নৌকার পক্ষে কাজ না করে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের আনারসের পক্ষে কাজ করেছে হারুন ।একারণে চিলাউড়া হলদিপুর ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে দেখা যায়, হারুন কখনো আওয়ামীলীগের প্রার্থী আব্দুল গফুরের সাথে , কখনো দেখা যায় স্বতন্ত্র প্রার্থী বকুলের সাথে ।এরকম ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝর সৃষ্টি করেছে।
এদিকে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের দাবি, এরকম দু’মুখো নেতারা যদি দলে থাকে তাহলে কখনো নৌকার বিজয় হবেনা। যত দ্রুত সম্ভব এদেরকে দল থেকে বের করে দেওয়া উচিত। দু’মুখো নেতারা আওয়ামীলীগের শত্রু,তৃণমূলের নেতারা এদেরকে কখনো মানবে না।
এই বিষয়ে হারুন রশীদের সাথে একাধিককার যোগাযোগ করা হলে, তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।