মোঃ আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুরে পুরনো পুকুর সেচে অন্যান্য মাছের সাথে একটি সোনালী রংয়ের কই মাছ পাওয়া গেছে। কই মাছের গায়ে আরবিতে লেখা আছে আল্লাহ। এ খবর ছড়িয়ে পড়লে মাছকে দেখতে হাজারো উৎসুক জনতার সমাগম হয়েছে। এ নিয়ে চারদিকে রীতিমতো তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর গ্রামের ফিরোজ মিয়া বলেন, আমাদের বাড়িতে প্রায় ৭৫ বছর আগের একটি পুরনো পুকুর রয়েছে। এ পুকুরটি কখনো সেচ করা হয়নি। তবে ৫ মার্চ বৃহস্পতিবার আমি পুকুরটি সেচ করি। সেচের পর মাছ ধরতে গেলে অন্যান্য মাছের সাথে এ অদ্ভুদ কই মাছ পাই। এ খবর ছড়িয়ে পড়লে মাছকে দেখতে তাদের বাড়িতে হাজারো উৎসুক মানুষ সমবেত হয়েছেন। এক প্রশ্নের জবাবে ফিরোজ মিয়া বলেন, মাছের গায়ে ছোট অক্ষরে আরবিতে আল্লাহ লেখা রয়েছে বলে কয়েকজন আলেম-উলামা নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।