আলী হোসেন খাঁন,জগন্নাথপুর প্রতিনিধি।। সুনামগঞ্জের জগন্নাথপুরে অতিথি পাখি বিক্রি করার দায়ে ছানু মিয়া (৩০) নামের এক বিক্রেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামের ছালাই মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার স্থানীয় পৌর পয়েন্টে অতিথি পাখি বিক্রিকালে ট্রাফিক পুলিশ শামসুল ইসলাম পাখিসহ বিক্রেতাকে আটক করেন। পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন।পরে জব্দকৃত সাইবেরিয়া থেকে আগত বন্য হাঁস জাতীয় ১৫টি পাখিকে অবমুক্ত করে দেন। এ সময় মুক্তি পেয়ে মনের আনন্দে পাখিগুলো আবারো ডানা মেলে দূর আকাশের অজানা পথে উড়ে যায়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।