মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি ঢাকা :
লা লিগায় শেষ ১১ ম্যাচকে ফাইনাল ধরেই চ্যাম্পিয়ন হয়েছে, রিয়াল মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন্স লিগেও মাঠে নামছে একই মনোভাবে। প্রথম লেগের হারে পিছিয়ে থাকলেও ম্যানচেস্টার সিটির মাঠে দারুণ খেলে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে উঠতে আশাবাদী রিয়াল কোচ জিনেদিন জিদান।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হয়ে যাওয়ার আগে গত ফেব্রুয়ারিতে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল রিয়াল। এরপর নতুন রূপে ফিরছে ইউরোপ সেরার আসর। এ পর্বের প্রথম দিন শুক্রবার বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে দল দু'টি।
ইতিহাদ স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটিতে কেবল জিতলেই হবে না জিদান বাহিনীর, মেলাতে হবে গোলের কঠিন সমীকরণও। কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করতে প্রতিযোগিতার সফলতম দলটিকে জিততে হবে কমপক্ষে ২ গোলের ব্যবধানে।
কাজটি কতটা কঠিন, জানেন জিদান। তবে দলের সামর্থ্যে আস্থা আছে বলেই রিয়ালের কোচ আগের দিনের সংবাদ সম্মেলনে শোনালেন আশার কথা।
“আমরা দারুণ অবস্থায় আছি। কারণ, এই ম্যাচের জন্য আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। প্রথম লেগে হেরে আমরা পিছিয়ে আছি, তবে আমরা লক্ষ্যে স্থির। জানি, এই ম্যাচটি আমাদের জন্য আরেকটি ফাইনাল। মাঠে নেমে আমরা নিজেদের দারুণভাবে মেলে ধরার চেষ্টা করব।”
“জানি না, কী হতে যাচ্ছে। শুধু এটা বলতে পারি, খুব ভালো দু'টি দলের মধ্যে দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে। আমরা প্রস্তুত, সামনের চারটি ফাইনালের প্রথমটিতে মাঠে নামতে যাচ্ছি আমরা। টুর্নামেন্টের পুরোটা পথ পাড়ি দিতে চাই আমরা।”
কোভিড-১৯ মহামারীর কঠিন পরিস্থিতিতে এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনাল হবে এক লেগে। ফাইনালসহ প্রতিটি ম্যাচ হবে পর্তুগালের লিসবনে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।