অনলাইন ডেস্ক >> কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাবের অভিযানে মাদক তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় বিপুল পারিমাণ মাদক তৈরীর সরঞ্জামসহ মাদক ব্যবসায়ী অশ্রু আহমেদ শামীমকে (৩৫) আটক করা হয়েছে।
সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার পদুয়ার বুড়নকরা গ্রামের ফরায়েজী ডেইরি অ্যান্ড পোল্ট্রি খামারের অফিসে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ও এএসপি মো. মহিতুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল।
আটক শামীম চৌদ্দগ্রাম উপজেলার বড়নকরা উত্তরপাড়া এলাকার শাহ আলম ফরায়েজীর ছেলে। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে থাকে। তার কাছে মুক্তখবর এর একটি প্রেসকার্ড পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদে আহমেদ শামীম স্বীকার করে, উক্ত সরঞ্জাম ব্যবহার করে সে বিশেষ পন্থায় বিভিন্ন ধরনের মাদক তৈরি করে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। পোল্ট্রি ব্যবসার আড়ালে সে প্রকৃতপক্ষে মাদক তৈরি ও গোপনে তা বিক্রি করে।
ফরায়েজী ডেইরি অ্যান্ড পোল্ট্রি খামারের অফিসের একটি গোপন কক্ষ থেকে চিনির সিরাপ, ফ্লেভার, ঘন চিনি, রং, স্পিরিট, খালি বোতল, বোতলের কর্ক, লেবেল ইত্যাদি উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পদুয়া এলাকায় মাদক ব্যবসায়ী বিশেষ পন্থায় মাদকদ্রব্য প্রস্তুত করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।