ঝিনাইদ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম মনজেরের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার দুপুরে হরিণাকুন্ডু শহরের দোয়েল চত্বরে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মনজেরর এলাকাবাসী এই কর্মসুচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তরা বলেন, তাহেরহুদা ইউনিয়ন পরিষদের নারী সদস্য নাছিমা আক্তার মায়া ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলা করেছেন যা মিথ্যা এবং ভিত্তিহীন। এব্যাপারে সঠিক তদন্ত করে মিথ্যা মামলার বাদী মায়ার বিরেুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়। এদিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ধর্ষিতা নাছিমা আক্তার মায়ার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, আদালতের আদেশের কপি বুধবার বিকাল পর্যন্ত তিনি হাতে পাননি। তিনি বলেন, মামলার কপি হাতে পেলে ধর্ষিতার আবার ডাক্তারী পরীক্ষা করা হতে পারে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।