ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের স্বাক্ষর জাল করে নাগরিক ও জন্ম সনদ দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বাসুদেবপুর বাজার থেকে জাহিদুল ইসলাম নামের এক প্রতারককে আটক করা হয়। সে সদর উপজেলার মুরারীদহ গ্রামের মৃত. আমির আলী মন্ডলের ছেলে।
ঝিনাইদ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরনের স্বাক্ষর ও সীল নকল করে মানুষের সাথে প্রতারনা করে আসছে জাহিদুল ইসলাম। সে বাসুদেবপুর বাজারের ইলেকট্রিকের দোকানে বসে টাকার বিনিময়ে এই ইউনিয়নের মানুষের ভুয়া নাগরিক ও জন্ম সনদ দিয়ে থাকে। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।