ক্রাইম পেট্রোল ডেস্কঃ
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক-নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চুয়াডাঙ্গার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর কবীর এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সোহেল রানা, এসআই (নিঃ) মুহিদ হাসান, এসআই (নিঃ) মোহাম্মদ শিহাব উদ্দীন, এএসআই(নিঃ) শ্রী রমেন কুমার সরকার, এএসআই মোঃ রজিবুল হক, এএসআই(নিঃ) মোঃ সাজদার রহমান, এএসআই (নিঃ) আহসান কবীর সঙ্গীয় ফোর্সসহ মা'দক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে অগ্রণী ব্যাংকের সামনে চুয়াডাঙ্গা টু জীবননগর সড়কে চেকপোস্ট করাকালে আজ ১৯.০৯.২০২২ খ্রিঃ সকাল ০৮.৫৫ ঘটিকার সময় বেপরোয়া গতিতে কালো ও নীল রং মিশ্রিত ১৫০ সিসি একটি পালসার মোটরসাইকেল গতিরোধ করার চেষ্টা করে। সিগনাল অমান্য করে মোটরসাইকেলে থাকা ব্যক্তি কৌশলে কোর্টমোড়ে অবস্থিত অগ্রণী ব্যাংকের বিপরীতে চুয়াডাঙ্গা টু জীবননগর হাইওয়ে রাস্তা হতে পলাশপাড়া সংযোগ রাস্তার দিকে দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় মোটরসাইকেল থামিয়ে আসামী ১। মোঃ আব্দুস সামাদ (৩০), পিতা-বাজুহার মন্ডল, সাং-শংকরদিয়া, দক্ষিণপাড়া মসজিদের সামনে (গোসামী দূর্গাপুর ইউপি), থানা-ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), জেলা- কুষ্টিয়াকে গ্রে'ফতার করে। সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর স্বীকারোক্তি মতে আসামির ব্যবহৃত মোটর সাইকেলের বাম পাশে ঝুলানো দুইটি ব্যাগের মধ্যে হতে ৯৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফে'ন্সিডিল জব্দ করা হয়।জব্দকৃত ফে'ন্সিডিলের মূল্য অনুমান- ১ লাখ ৯৬ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।