ক্রাইম পেট্রোল ডেস্কঃ
চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বাল্যবিবাহ প্রতিরোধে কাজী (নিকাহ রেজিস্ট্রারদের) সাথে মতবিনিময় সভা করেছেন। আজ ২৭ আগস্ট,২০২২ খ্রিঃ তারিখ সকাল ১১ ঘটিকায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নিজ নিজ অবস্থান থেকে সকলকে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর
সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন মতামত ও বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার কাজী বা নিকাহ রেজিস্ট্রারদের উদ্দেশ্যে বলেন, আপনারা চাইলেই বাল্যবিয়ে রোধ করা সম্ভব। আপনারা যদি বাল্য বিবাহ সম্পন্ন না করেন তাহলে জেলায় বাল্যবিবাহ অনেকাংশেই রোধ করা যাবে। আসুন, আমরা সকলে মিলে একসাথে বাল্যবিবাহ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হই। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে এবং দেশের প্রচলিত আইন বিধিবিধানের ব্যাখ্যা প্রদানসহ উপস্থিত সকলকে বাল্য বিবাহ নিরোধে একযোগে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।
বাল্যবিয়ে প্রতিরোধে সর্বস্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বয়স প্রমাণের জন্য অবশ্যই জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র ও এসএসসি পাশের সার্টিফিকেট দেখতে হবে। নারী ও শিশু আইন মোতাবেক ১৮ বছরের কম বয়সী সকলেই শিশু হিসেবে গণ্য হবে। ছেলেদের ক্ষেত্রে বিবাহের বয়স কমপক্ষে ২১ এবং মেয়েদের ক্ষেত্রে বিবাহের বয়স ১৮। বাল্য বিবাহ করানোর ক্ষেত্রে যদি কেউ ব'ল প্রয়োগ করে তাহলে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল অফিসার কিংবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং বিট ইনচার্জকে অবহিত করতে হবে। মসজিদে খুৎবায় বাল্য বিবাহের কুফল সর্ম্পকে আলোচনা করতে হবে।
উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, চুয়াডাঙ্গা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।