আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
চিলাহাটি-হলদিবাড়ি দুই দেশের পাতানো রেলপথ ও চিলাহাটি রেলস্টেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে আসেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান। গতকাল মঙ্গলবার দুপুর ২.১৫মিনিটে হলদিবাড়ি রেলষ্টেশন থেকে রেলপথে টলীতে করে সহধর্মীনী নিয়ে জিরো পয়েন্টে আসেন। হাই কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর ইসলাম চৌধুরী জিরো পয়েন্ট থেকে গ্যাংকারে চিলাহাটি রেলস্টেশনে নিয়ে আসেন। হাই কমিশনারকে স্বাগত জানান ৫৬ বিজির অধিনায়ক লেঃ কর্ণেল মামুনুল হক মামুন, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী ডিভিশনের প্রকৌশলী-২ প্রকল্প পরিচালক আব্দুর রহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও ঠিকাদারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাহিদুল ইসলাম। তিনি চিলাহাটি রেলস্টেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন কালে সন্তুষ প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিতকরণসহ সীমান্তবর্তী সব ধরনের সমস্যা-সম্ভাবনা নির্ধারণ ও বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সীমান্তবর্তী অঞ্চল ও স্থলবন্দরগুলো পরিদর্শন করছি। মাঠ পর্যায় থেকে সংগৃহীত অভিজ্ঞতা ও বাংলাদেশ-ভারত সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপাত্ত এবং সুপারিশমালা দুই দেশের সরকারের কাছে তুলে ধরবো। সীমান্তবর্তী অঞ্চলে শান্তি-সংহতি, নিরাপদ বাণিজ্য ও নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সকলের সংশ্লিষ্টতা ও সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর এ পথে চলতি মাসেই পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে। এতে উভয় দেশ উপকৃত হবে। দুই দেশের মানুষের চলাচল বাড়বে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিকাল ৪.১৫ মিনিটে চিলাহাটি রেলস্টেশন থেকে রেলপথে হলদিবাড়ি চলে যান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।