আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
এবার ডোমার চিলাহাটির ইয়ার উদ্দিন শিশু সদন এতিমখানায় ঝাড়ু না দেওয়া ও বাজার থেকে ফিরে আসতে দেরী হওয়ায় কমিটির সদস্য নমিরুল ইসলামের প্রহারে তিন এতিম ছাত্র আহত হয়েছে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এতিমখানার নবম শ্রেণির ছাত্র নাইমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। অপর দুই এতিম অষ্টম শ্রেণিরর ছাত্র আরমান আলী নিশান ও ৫ম শ্রেণিরর ছাত্র হাচান আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এতিমখানায় রেখেছে। অসহায় এতিমদের উপর নির্যাতনের ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা চলছে। বুধবার সন্ধ্যায় ডোমার উপজেলার চিলাহাটি ফাজিল মাদ্রাসার ইয়ার উদ্দিন এতিমখানায় এ ঘটনাটি ঘটেছে।
নির্যাতনের স্বীকার আরমান বলেন, মাদ্রাসায় ঝাড়ু দেওয়া নিয়ে নমিরুল আমাকে মারধর করে।এ সময় হাচান বাজার থেকে ফিরে আসলে তাকেও নমিরুল চাচা মারে। নাইম ভাই দৌড়ে এসে প্রতিবাদ করলে চাচার মারপিটে সে মাটিতে পড়ে যায়। এতিমখানার ছাত্রদের চিৎকারে মতিয়ার চাচাসহ আশপাশের লোকজন ছুটে এসে নাইম ভাইকে হাসপাতালে নিয়ে যায়।
ইয়ার উদ্দিন শিশু সদন এতিমখানার ম্যনেজিং কমিটির সদস্য নমিরুল ইসলাম বলেন, আমাকে হেয় করার জন্য মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
চিলাহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জাকির হোসেন বলেন, ম্যানেজিং কমিটির সদস্য নমিরুল একটু মারপিট করেছে। তবে সামান্য ঘটনাটিকে বেশি করে প্রচার করা হচ্ছে।
এতিমখানার ছাত্ররা বলেন, প্রায় সময় নমিরুল চাচার সারের দোকানে চা দেওয়া, দোকান পরিস্কার করা, তার বাড়িতে বাজার দিয়ে আসা নিয়ে তিনি মারপিট করে থাকেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।