আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার ঐতিহ্যবাহী চিলাহাটি মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয় নিজেস্ব অর্থায়নে একটি ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।দীর্ঘ দিন প্রতীক্ষায় থাকার পর বিদ্যালয় কর্তৃপক্ষ দূর-দূরান্তের ছাত্রদের সুবিধার্থে ছাত্রাবাসটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। সোমবার দুপুরে স্থানীয় সুধী মহলের উপস্থিতিত্বে ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান ও প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সুধী মহলদের নিয়ে ছাত্রবাসটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, ১০ থেকে ১২ কিঃমিঃ পথ অতিক্রম করে ছাত্ররা এই বিদ্যালয়ে আসেন। ছাত্রদের একটি ছাত্রাবাসের জন্য বিভিন্ন মহলে ও অফিসে ধর্না দিয়ে কোন ফল না পেয়ে এই উদ্যোগ গ্রহণ করেছি। গত মার্চ মাস থেকে বিদ্যালয়ের ফান্ড থেকে শিক্ষকদের টাকা ও ম্যানেজিং কমিটির সাহায্যার্থে ৭ লক্ষ টাকা নিয়ে কাজে হাত দিলাম। এসময় বাকী কাজ শেষ করতে সকলের কাছে সাহায্য সহযোগিতা কামনা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।