জিয়াউল হক জিয়া,চকরিয়া প্রতিনিধি>>
কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইকের ধাক্কায় মাওলানা রুহুল কাদের (৪৫) নামের এক মসজিদের ঈমামের চাল নিয়ে আর বাড়ী ফেরা হলো না। সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়ক হয়ে পৌরসভার ভাঙ্গার মুখ নিজপানখালী এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মাওলানা রুহুল কাদের (৪৫) চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব নিজপানখালী এলাকার মোঃ হোসেনের পুত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্হানীয় একজন সংবাদকর্মী জানান,বাজার থেকে মাথায় চাল নিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে-হেঁটে বাড়ীর উদ্দেশে রওনা হন মাওলানা রুহুল।এমতাবস্থায় পিছন দিক থেকে আসা টিন বুঝাই ইজিবাইকটি সড়কে সৃষ্ট গর্তে পড়ে খাদ হওয়ার সাথে-সাথে ইজিবাইকের ছাদের উপরে থাকা টিন ছিটকে হুজুরের গলায় পড়লে সাথে-সাথে গলার একাংশ কেটে ঘটনাস্থলে তিনি মারা যান। স্হানীয়রা হুজুরকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে তাকে বাড়ীতে নিয়ে যাওয়া হয়েছে।
এবিষয়ে চকরিয়া থানার এস আই মেহেদী বলেন,খবরটি শুনে ঘটনাস্থলে যাই। এসময় নিহতের পরিবার জানান, তারা দুর্ঘটনার বিষয়ে মামলা করবে না ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।