মোঃ মেহেদী হাসান, (রাজশাহী)ঃ
রাজশাহীর চারঘাটে নাছিমা বেগম (৫০) নামের এক বৃদ্ধা নিজ শরীরে আ'গুন লাগিয়ে আ'ত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের আব্দুস সালাম হকারের স্ত্রী।
সোমবার গভীর রাতে নিজ বাড়ীর ছাদের উপর খড়ে আ'গুন লাগিয়ে সে আ'ত্মহত্যা করেছে বলে দাবি তার পরিবারের। সংবাদ পেয়ে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ।
স্বামী আব্দুস সালাম জানান, তার স্ত্রী বাড়ীতে বিভিন্ন ধরনের অ'স্বাভাবিক আচরণ করত। এ নিয়ে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করিয়েছিলাম। কিন্তু কোন কাজ হয়নি। বাড়ীতে এসে সে বিভিন্ন সময় লোহার রডসহ বিভিন্ন জিনিস দিয়ে একাধিকবার আ'ত্মহত্যা করার চেষ্টা করেছিল। তারই ধারাবাহিকতায় বাড়ীর লোকজনের অগোচরে সোমবার গভীর রাতে নিজ বাড়ীর ছাদে থাকা খড়ের পালায় আ'গুন ধরিয়ে দিয়ে সে আ'ত্মহত্যা করেছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, 'প্রাথমিক ভাবে মনে হচ্ছে মানসিকভাবে বি'পর্যস্তের কারণে নিজেকে শেষ করে দিতে হয়ত বাড়ীর ছাদে খড়ের সঙ্গে আ'গুন ধরিয়ে দিয়ে আ'ত্মহত্যা করে থাকতে পারেন। তবে সার্বিক বিষয়ে আমরা তদন্ত করছি। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।