ক্রাইম পেট্রোল ডেস্ক।।
কুমিল্লার হোমনায় আজ ২৩ মার্চ, বিকাল ৪ টায় চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির প্রথম সভা মাদ্রাসার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মাদ্রাসার শিক্ষকবৃন্দের পক্ষ থেকে কমিটির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসানকে ফুল দিয়ে বরণ করা হয়।
মাদ্রাসার এডহক কমিটি পরবর্তী ৬ মাসের জন্য গঠিত হয়েছে । কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, যিনি পদাধিকার বলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত হয়েছেন সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত হয়েছেন মোহাম্মদ আলমগীর হোসাইন। শিক্ষকবৃন্দের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সম্মান প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি তার বক্তব্যে মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন। তিনি বলেন, 'মাদ্রাসার গৌরবময় ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতে আরও উন্নত ও সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।"
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।