ক্রাইম পেট্রোল ডেস্ক>>
'মুজিববর্ষে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহতী স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের অধীনে জমি ও ঘর পেয়েছে হাজারো ভূমিহীন ও গৃহহীন পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় সরকারি খাস জমিতে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণ করা হচ্ছে।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর, ২০২২ খ্রি.) কুমিল্লার চান্দিনা উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় ও ৪র্থ পর্যায়ের নির্মাণাধীন গৃহের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন কুমিল্লা- ৭ আসনের সংসদসদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এবং নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। পরিদর্শনকালে গৃহ নির্মাণ কাজের অগ্রগতিতে উভয়ই সন্তুষ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কুমিল্লা, উপজেলা নির্বাহী অফিসার, চান্দিনা, সহকারী কমিশনার (ভূমি), চান্দিনা, অফিসার ইন চার্জ, চান্দিনা, ইউপি চেয়ারম্যান, পিআইও, উপজেলা প্রকৌশলী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, চান্দিনা উপজেলায় আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ২০৩ জন ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ কাজ চলমান আছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।