আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: চাকরি দেওয়ার নামে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক সিন্ডিকেট। খুলনার পাইকগাছা ও নেত্রকোনার পূর্বধলা-হিরণপুর এলাকা থেকে এই সিন্ডিকেট বেশ কয়েকজন বেকার যুবকের কাছ থেকে এ পরিমাণ অর্থ আত্মসাৎ করে। প্রতারক চক্রটি পুলিশ, বিজিবি, কাস্টমস ও স্বাস্থ্য বিভাগসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র ও প্রজ্ঞাপনের কপি দেখিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা করে। এদিকে, এ প্রতারক সিন্ডিকেটের মূলহোতা নুরুজ্জামান গাজী সাগরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। বুধবার (২০ জানুয়ারি) সিআইডি নেত্রকোনার এসআই মো. জহুরুল ইসলামের নেতৃত্বে একটি টিম খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার (২২ জানুয়ারি) তাকে নেত্রকোনা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।প্রতারক নুরুজ্জামান গাজী সাগর খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীর বাসাখালী গ্রামের হাজী শওকত গাজীর পুত্র। এই প্রতিবেদককে সকল তথ্য নিশ্চিত করেছেন সিআইডি নেত্রকোনার এসআই মো. জহুরুল ইসলাম। তিনি জানান, প্রতারক নুরুজ্জামান গাজী সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রিমান্ডে তাকে প্রতারণার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে মোটা অংকের অর্থ আত্মসাতের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। সে-ই হচ্ছে- এ প্রতারণা সিন্ডিকের মূলহোতা ও পরিকল্পনাকারী। সঙ্গে ফারুকসহ আরও কয়েকজন সদস্য রয়েছে। মূলত: খুলনার পাইকগাছায় বাড়ি হলেও নেত্রকোনায় শ্বশুর বাড়ি হওয়ার সুবাদে সে ওই এলাকায় প্রতারণার জাল বিছায় বলেও জানান তিনি। সিআইডি’র সূত্র জানান, প্রতারক নুরুজ্জামান গাজী সাগরসহ ৩জনের বিরুদ্ধে চাকরি দেয়ার নামে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে গত ৩ জানুয়ারি নেত্রকোনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। স্থানীয় পূর্বধলা উপজেলার হিরণপুর গ্রামের বাসিন্দা সোহাগ মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন সিআইডি নেত্রকোনার এসআই মো. জহুরুল ইসলাম।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।