অনলাইন ডেস্ক : চাঁদপুরে ৪৮ মাদকসেবী ও ব্যবসায়ি আত্মসমর্পণ করেছেন। শনিবার দুপুর দেড়টার দিকে চাঁদপুর সদর মডেল থানার সামনে আয়োজিত মাদক, নারী নিযার্তন, ইভটিজিং ও জঙ্গি প্রতিরোধে আত্মসমর্পণ সমাবেশে তারা আত্মসমর্পণ করেন।আত্মসমর্পণকারীরা চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সমাবেশে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, গতবছর মাদক নির্মূলে সারা দেশেই বিশেষ অভিযান চলে। এখন আবার পুলিশ বিভাগ মাদক নিয়ে কাজ শুরু করেছে। যে ৪৮ জন আজ আত্মসমর্পণ করেছে তাদের সাধুবাদ জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।