ক্রাইম পেট্রোল ডেস্ক :
চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার মহিলা কলেজ মোড়ে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ১৭ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিক ও তার চার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২০ অক্টোবর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ভারতের উত্তরাখণ্ডের নানকমাথা এলাকার কোমল কর (২৮), ঢাকার মোহাম্মদপুর এলাকার রোজিনা বেগম (৫২) ও তার মেয়ে নাইমা বেগম (২৮) এবং মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকার শাহনাজ বেগম (৫০) ও তার মেয়ে সুমাইয়া ইসলাম (২১)।এদের মধ্যে রোজিনা বেগম আগে হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
রোজিনা সম্পর্কে কোমল করের খাল র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিক ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতার কোমল কর আন্তর্জাতিক মাদক চোরাকারবারি। বিভিন্ন সময় তিনি বাংলাদেশ থেকে ইয়াবা ভারতে নিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি। কোমল করকে সহযোগিতা করেন গ্রেফতার অন্য চারজন। তারাও আন্তর্জাতিক মাদক চোরাকারবারি। কোমল কর এসব ইয়াবা কক্সবাজারের কলাতলী মোড় থেকে সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।