ক্রাইম পেট্রোল ডেস্কঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ৫০০ শ' পরবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ ১২ এপ্রিল, ২০২২ খ্রি. হালিশহর থানাধীন আব্দুল্লাহ কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
এই কার্যক্রমের আওতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি মাহবুবুল আলমের সার্বিক সহযোগিতায় নগরীতে বসবাসরত আর্থিকভাবে অস্বচ্ছল ৫০০ পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, জনাব এম এ মালেক, আহবায়ক, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগর ও অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগরসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।