
ক্রাইম পেট্রোল ডেস্কঃ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ও ১টি পিকআপসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানাধীন দেওয়ানহাট মোড়স্থ সুলতান মিয়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবা ও ১টি পিকআপ সহ মোঃ আবু দাউদ(২০), মোঃ আল আমিন(২২) ও মোঃ রাজিব হোসেন(২২)কে গ্রেফতার করা হয়।
সিএমপি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোর্শেদ এর সার্বিক দিঙ নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ জাবেদ উল ইসলাম এর নেতৃত্বে ১৪নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৮/০৯/২০২০খ্রিঃ ০১.৩০ ঘটিকায় চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানাধীন দেওয়ানহাট মোড়স্থ সুলতান মিয়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ও ১টি পিকআপ সহ মোঃ আবু দাউদ(২০), মোঃ আল আমিন(২২) ও মোঃ রাজিব হোসেন(২২)কে গ্রেফতার করেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।