ক্রাইম পেট্রোল ডেস্কঃ চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গতকাল বুধবার ৫০০ পিস ইয়াবাসহ ইমাম হোসেন (৩৮) কে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম -খ সার্কেল সূত্রে জানা গেছে, বুধবার ২২জুলাই ২০২০ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে ও পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে একটি টিম ৫০০ (পাঁচশত) পিস ইয়াবাসহ আসামী নাম- ইমাম হোসেন (৩৮), পিতা- নুর হোসেন, মাতা- নুর নাহার , সাং- জাদিমুড়া নয়া পাড়া(দক্ষিণ হ্নীলা), ওয়ার্ড নং-০৯, হ্নীলা ইউনিয়ন পরিষদ, ডাকঘরঃ হ্নীলা-৪৭৬১, থানা- টেকনাফ, জেলাঃ কক্সবাজার কে পটিয়া থানাধীন মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের পশ্চিম পার্শ্বে মহাসড়কের উপর মাইক্রোবাস নং চট্ট মেট্রো-চ-১১-৪৭৬৩ হতে সকাল প্রায় ০৯:২০ ঘটিকায় তল্লাশিপূর্বক ইয়াবাসহ আটক করা হয়। এ বিষয়ে পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন - ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তার ভাই একবছর আগে মাদক মামলায় চট্টগ্রাম জেলখানায় রয়েছে।ভাইয়ের মামলার খরচ বাবদ উকিলের অর্থ পরিশোধ করতে সে কক্সবাজার হতে চট্টগ্রাম ইয়াবা পাচারের করে আনে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।