ক্রাইম পেট্রোল ডেস্কঃ
চট্টগ্রামে বাড়ির সামনের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই প্রতিবেশীর সংঘর্ষে এক মা ও তার ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন, হোসনে আরা বেগম ও তার ছেলে মো. পারভেজ।
এ ঘটনায় নিহত হোসনে আরা বেগমের আরো দুই ছেলে মো. আরজ ও মো. সিফাত আ'হত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ চলছিল। রাস্তায় গাড়ি চলাচল করলে বাড়ির দেয়ালে লাগে, এ অজুহাতে হোসনে আরার পরিবার ওই রাস্তায় গাড়ি চলাচল না করার জন্য পিলার বসানোর চেষ্টা করে। প্রতিবেশী পরিবারের সদস্যরা তাতে আপত্তি জানালে গত ৫ এপ্রিল একবার দুই পক্ষের মধ্যে মা'রামারি হয়। বিষয়টি নিয়ে হোসনে আরা থানায় একটি মামলাও করেছিলেন। মামলার পর আসামিরা আদালত থেকে জামিন নিয়েছিল বলে জানা যায়।
ওসি দুলাল মাহমুদ বলেন, ‘রাস্তা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় সং'ঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে হোসনে আরাসহ কয়েকজন আ'হত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোসনে আরা ও তার ছেলে পারভেজকে মৃত ঘোষণা করেন।’ প্রতিবেদনটি লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে ওসি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।