জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়া পৌরসভা হয়ে বিএমচর ও পূর্ব বড়ভেওলা ইউনিয়নের অর্থাৎ বেতুয়া ও দরবেশকাটা বাজারের সংযোগ সড়কের বেহাল দশা।বর্ষার বায়না ধরে সংস্কারে কালক্ষেপন।ফলে দিন দিন জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
সরেজমিনে দেখা যায়,পৌরসভাসহ উপজেলার বিএমচর ও পূর্ব বড়ভেওলা নামের দুইটি ইউনিয়নের সকল প্রকার পেশাজীবি মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি।বলতে গেলে দিন-রাত যানচলাচলে ব্যস্ত থাকে সড়কটি।এই সড়ক দিয়ে সাব-রেজিস্ট্রার অফিস, পুরাতন বিমানবন্দরে অবস্থিত সেনাক্যাপ ও মাতামূহুরী পুলিশ ফাঁড়িতে যাওয়া হয়।বিশেষ করে চলতি বর্ষার আগে থেকে সড়কের কিছু কিছু জায়গা ক্ষত-বিক্ষত হলেও বর্ষার বৃষ্টিতে সৃষ্ট বন্যায় লণ্ডভণ্ড হয়ে পড়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এই সড়কটি।
থ্রী হুইলার যানবাহন,অটোরিকশা,ইজিবাইক ও সিএনজি ড্রাইভারেরা জানান,মহাসড়ক হয়ে বেতুয়া-দরবেশকাটা বাজার পর্যন্ত সড়কটি খানাখন্দকে ভরপুর।সুতরাং আমরা পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ী চালাই।তবে প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে।পায়ে হেঁটে চলাও দুর্বিষহ হয়ে পড়েছে।আজ বিকেল ৪টার দিকেও পৌরসভাস্হ সড়কে একটি অটোরিক্সা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে।তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।
এবিষয়ে বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলম জানান,আমাদের এলাকাটি মাতামূহুরী নদীর তীরবর্তী স্হানে অবস্হিত।তাছাড়া নদীর গাঁ-ঘেঁষে সড়কটির অবস্হান।বর্ষার কারণে সড়কটি বেশি খারাপ হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।তাই দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগযোগ করেছি।কয়েক দিনের মধ্যে হয়তো কাজ শুরু হবে।বর্ষার পূর্বে সড়কের কাজ শুরু হয়েছিল।বর্ষার কারণে কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।
এবিষয়ে চকরিয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ দিদারুল ইসলাম বলেন,সড়কটি সওজ বিভাগের হলেও উক্ত সড়কের ২কিলোমিটার দেখভাল করে পৌরসভা।এরপরে সড়কের বাকী অংশের কাজ বৃষ্টি থামলে শুরু হবে।এবিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে নোট দেওয়া হয়েছে।
চকরিয়া পৌরসভার মেয়র মোঃআলমগীর চৌধুরী বলেন,সড়কটির সংস্কার কাজ শুরু হয়ে ও শেষ হওয়ার পূর্বেই বর্ষা নামে।ফলে কাজ ভেস্তে গেছে।তবে বর্ষার বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় সড়কটি বেশি খারাপ হয়েছে।তবে সড়কের বর্তমান নাজুক অবস্থা আমি নিজেই দেখে এসেছি।সুতরাং সড়কটির সংস্কার কাজ আগামী ২/৩ দিনের মধ্যে শুরু হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।