কক্সবাজার প্রতিনিধিঃ চকরিয়া পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর দলের ৬ হেভিওয়েট প্রার্থী কতই না আনন্দ,উল্লাস,উদ্দীপনায় উপজেলা নির্বাচন কমিশনারের কাছ থেকে নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এসবের মূল কারণ দলীয় মনোনয়নে নৌকার প্রতীকের কান্ডারী হওয়া।এখন সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চকরিয়া পৌরসভা নির্বাচনে পুনরায় দ্বিতীয় বারের মত মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোঃ আলমগীর চৌধুরী। দলীয় প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সেলের দায়িত্বশীল এক নেতা।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শনিবার সকালে আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আলমগীর চৌধুরীকে দ্বিতীয় বারের মতো চকরিয়া পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তবে দলীয় প্রার্থীতা পেতে জেলা আওয়ামী লীগের গঠিত মনোনয়ন বোর্ডে বর্তমান পৌর মেয়র চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আলমগীর চৌধুরীসহ আরো ৫জনের মনোনয়ন কেন্দ্রীয় বোর্ডে জমা দেন। আসন্ন পৌর নির্বাচনে মেয়র আলমগীর পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
গণমাধ্যম কর্মীকে মেয়র বলেন,দেশরত্ম শেখ হাসিনার একজন নগণ্য সেবক হিসেবে গত ৫ বছর উন্নয়নসহ জনগণের সেবায় নিয়োজিত ছিলাম।তাই আমার উন্নয়ন কাজ,জনগণের সেবা, দলকে মূল্যায়ন,তৃণমূল নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ সব মিলিয়ে হয়তো মমতাময়ী প্রধানমন্ত্রীর আস্হা,বিশ্বাস ও ভালবাসা অর্জন করতে পেরেছি, সেকারণে আজ আবারো দলের মনোনীত প্রার্থী হতে পেরেছি। আমাকে দল যে সম্মান,মূল্যায়ন দিয়েছে ,আশা করি, জনগণ আমাকে ভোটের মাধ্যমে আবারও জয়ী করে এর প্রতিদান দিবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।