জিয়াউল হক জিয়াঃ দেশজুড়ে ফের কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হচ্ছে মানুষ। একারণে করোনা সংক্রমণ রোধকল্পে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণের মাঝে সচেতনতা বাড়াতে চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (২২মার্চ) দুপুরের দিকে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) শাকের মোঃযুবায়ের মাস্ক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন সম্পর্কে ওসি যুবায়ের বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা সংক্রমণের প্রাদুর্ভাব ফের নতুন করে সারা দেশে দেখা দিয়েছে।ফলে প্রতিদিন বাড়ছে মৃত্যুর হার,বাড়ছে আক্রান্তের সংখ্যা।সুতরাং করোনার দ্বিতীয় ঢেউয়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের সচেতনতা বাড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি।
পরে এই দিন দুপুরের দিকে চকরিয়া থানার উপ-পরিদর্শক জিয়া উদ্দিন ও জিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের একটি টিম নিয়ে থানা সেন্টার, কাঁচা বাজার, ফল ব্যবসায়ী, মুদি দোকান, বদরখালী সড়ক, ফুলতলা সড়ক, উপজেলা সড়কে, সিএনজি চালক, ইজিবাইক চালক, মোটরসাইকেল আরোহী, বিভিন্ন পথচারীসহ সহস্রাধিক মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়। বিতরণকালে থানার দায়িত্বরত আরও কয়েকজন অফিসার ও পুলিশ কনস্টেবল উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।