জিয়াউল হক জিয়া,চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাড়ী ফেরা হলনা মারিয়া মেহেরাজ নিহা (৮) নামের এক শিশুর। শনিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাস্থ মালুমঘাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে,নিহত শিশু মারিয়া মেহেরাজ নিহা (৮) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মধ্যমপাড়ার মাহাবুবুল আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,মায়ের সাথে ঈদ উপলক্ষে নানার বাড়ি থেকে বেড়ানো শেষে লেগুনা গাড়িতে (ম্যাজিক) করে নিজ বাড়ি যাচ্ছিলেন। নিহাদের বহনকারী গাড়িটি যাত্রী নামার জন্য মালুমঘাট স্টেশনে থামায়। ওই সময় চকরিয়া থেকে কক্সবাজার অভিমুখে আরেকটি যাত্রীবাহী বাস লেগুনা গাড়িকে ধাক্কা দিলে লেগুনা গাড়ির পেছনে বসা যাত্রী শিশু নিহা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে নিহাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নানার বাড়ি থেকে ফিরে মায়ের সাথে আর বাড়িফেরা হলো না শিশু নিহার। তার মায়ের আহাজারীতে পুরো আকাশ ভারি হয়ে উঠেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পরপরই মালুমঘাট হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. সাফায়েত হোসেন বলেন, লেগুনা পরিবহণ গাড়িটিকে চকরিয়া সার্ভিস নামের একটি বাস ধাক্কা দেয়।এসময় লেগুনায় থাকা নিহা গুরুতর আহত হয়। আহত ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।