চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় গত ৮ফেরুয়ারি ভোর সাড়ে ৫টার সময় পিতার শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে মালুমঘাটে ম'র্মান্তিকভাবে সড়ক দু'র্ঘটনায় নি'হত হলেন একই পরিবারের পাঁচ ভাই।তারা হলেন, অনুপম শর্মা (৪৫), নিরূপম শর্মা (৪৩), দীপক শর্মা (৪০), চম্পক শর্মা (৩৮) ও শরণ শর্মা (২৬)।
বুধবার (১৬ফেরুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে নিহত পরিবারের খোঁজ নিতে জেলা আ'লীগের পক্ষে ছুটে যান জেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।এসময় তিনি জেলা আ'লীগের পক্ষ থেকে নগদ একলক্ষ টাকার আর্থিক সহায়তায় হিসেবে অর্থ তুলে দিলেন নিহতদের মা মানুবালা শীলের হাতে।
এসময় উপস্হিত ছিলেন,জেলা আ'লীগের সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম এবং বর্তমান চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীসহ দলের বিভিন্ন নেতাকর্মীগণ।
সহায়তায় প্রদান শেষে,মেয়র মুজিবুর রহমান নি'হতদের মা মানুবালাকে সান্ত্বনা দেন।আরও আহত থাকা রক্তিম শর্মা (৩০), প্লাবন শর্মা (২৮) ও বোন মুন্নী শর্মা (৩৪)।শারিরীক খোঁজ-খবর নিয়েছেন।তাছাড়া জেলা আ'লীগ ও মেয়র নিজেই নি'হত ৫পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।কারণ সবই উপরওয়ালার লিলা খেলা বলে অশান্ত বৃদ্ধা মা ও বিধবা স্ত্রী, পিতৃহারা সন্তানদের আহাজারি থামানোর চেষ্টা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।