জিয়াউল হক জিয়াঃ বৃষ্টি নেই, সড়কে জমে আছে দুর্গন্ধযুক্ত পানি।বলছিলাম চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ মহাসড়ক সংলগ্ন পূর্বপাড়ার সংযোগ সড়কের কথা।দেখার যেন কেউ নেই।
পথচারী ও বাজারের দোকানদারের জানান,এই সড়কে জমে থাকা পানি বৃষ্টির পানি নয়।এসব পানি হচ্ছে খাবার হোটেল আল মাজিদিয়া রেস্টুরেণ্ট ও বিরিয়ানি হাউসসহ আশপাশের ভবনের টয়লেটের নলগুলো পূর্বপাড়া সড়কের ড্রেইনে সংযুক্ত করিয়ে দেওয়ার ফলে মলসহ দুর্গন্ধযুক্ত পানি আসে।বিভিন্ন ধরনের ময়লা,আর্বজনা ও খোসা পেলে ভরাট হয়ে যায়।যার কারণে এই পানি ড্রেইন দিয়ে যেতে না পারায় রাস্তায় চলে এসে জমে যায়।এই কারণে সড়কের নিচু এই জায়গাতে পানি এসে জমে আছে।ফলে পানির দুর্গন্ধে দম বন্ধ হয়ে যায়-যায় অবস্হা।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ড্রেনে সংযোগ করা পাইপ লাইন সরানো ও ড্রেইনের ময়লা সরানোর দাবি ।
সরেজমিনে দেখা যায়,ড্রেইনটি ময়লা আর্বজনায় ভরে গেছে।উক্ত ডেইন বাজারের বিভিন্ন খাবার হোটেল,দোকানপাট,আশপাশে থাকা ভবনের টয়লেটের পাইপ লাইন সংযুক্ত আছে। সড়কের মধ্যখানে একটি কালভার্ট রয়েছে যার দু'পাশের ছিদ্র ময়লাতে ভরপুর।সর্বপুরি ড্রেইনটি পরিস্কার ও টয়লেটের পাইপ লাইন না সরালে বর্ষা মৌসুমের সমস্ত পানি এই সড়কের উপর দিয়ে চলাচল করবে।কিন্তু বেশির ভাগ পানি সড়কেই জমে থাকবে।ফলে সড়কটি পানিতে ডুবে থাকবে বলে ধারণা করা হচ্ছে।তবে দ্রুত এসব পানি অপসারণ করা না হলে বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কা করছে এলাকাবাসী।
খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন বলেন,সকড়ে জমে থাকা পানি খাবার হোটেলসহ আশপাশের বিভিন্ন ভবনের দুর্গন্ধযুক্ত পানি।যারা ড্রেইনে পাইপ লাইন সংযুক্ত করেছে, আর যারা ময়লা ফেলেছে তাদেরকে নিজ দায়িত্বে এসব তুলে ফেলার নির্দেশ দেওয়া হবে।কথা না শুনলে বিষয়টি প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্হা নিতে বাধ্য হব বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।