চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ার মরহুম সাংবাদিক এবিএম ছিদ্দিক এর বয়ো:বৃদ্ধ স্ত্রী ও স্কুল পড়ুয়া পুত্রকে পুর্ব শত্রুতার জের ধরে হত্যার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার দুপুর ৩ টায় হারবাং বৃন্দাবন নিজ বাড়ীর নিকটে ছড়াপাড়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা যায়, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মরহুম সাংবাদিক এবিএম ছিদ্দিক এর বয়ো:বৃদ্ধ স্ত্রী ও পুলিশ সদস্য মারুফ চৌধুরীর মা হাছিনা খানম (৪৫) বাড়ীর নিকটস্থ ছড়া খালের নিকট গেলে স্থানীয় কালা সিকদার পাড়ার আব্দুল মোনাফ (৪০) ও নজরুলসহ ৩/৪ জন সন্ত্রাসী লাঠিপেটা করে গলাটিপে ধরে।এসময় তার শোচিৎকারে ছোট পুত্র স্কুল পড়ুয়া এরশাদুল ইসলাম ছিদ্দিকী (১৬) মাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে অজ্ঞান করে পালিয়ে যায়। খবর পেয়ে হারবাং ফাঁড়ির পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে পাঠায়। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আব্দুল মোনাফ(৪৫) নামের এক সন্ত্রাসীকে আটক করে চকরিয়া থানায় সোপর্দ করেছে।
হারবাং ফাঁড়ি পুলিশের এএসআই মানিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় চকরিয়া থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।