চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় জমি বিরোধের জের ধরে পূর্ব বড় ভেওলার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন নোবেল সিকদার (৪২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।এসময় গুলিবিদ্ধ হয়েছে আরো ৯ জন।তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার ( ১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার পুর্ব-বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দিন নোবেল সিকদার(৪২) পুর্ব-বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত আব্দুল খালেক সিকদারের পুত্র। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ও পুর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
নিহতের চাচা আজিজুল হক আবু সংবাদকর্মীদের দেওয়া সাক্ষাৎকারে বলেন,আরেক চেয়ারম্যান প্রার্থী সালামত সওদাগরের পুত্র খলিল উল্লাহ চৌধুরী ঘটনাটি ঘটিয়েছে।তার লোকেরা আমার ভাতিজাকে গুলি হত্যা করেছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ওসি (তদন্ত) জুয়েল ইসলাম বলেন,খাস জমি নিয়ে সৃষ্ট বিরোধে স্হানীয় সাবেক মেম্বার আমির হোসেন গংদের সাথে নিহত পরিবারের মারামারি হয়।এতে সাবেক মেম্বারের ভাড়া করা সন্ত্রাস আমিনের পুত্র এনামের গুলিতে নোবেল গুলিবিদ্ধ হয়ে মারা যায়।এসময় আরো ৯জন লোক গুলিবিদ্ধ হয়।তাদের কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।এবিষয়ে আইনগত ব্যবস্হা নিতে পুলিশ মাঠে অভিযান অব্যাহত রেখেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।