চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি>>
কক্সবাজারের চকরিয়ার র্যাবের সাথে পাল্টাপাল্টি গু-লি চালানোর ঘটনায় অ-স্ত্র-ধা-রী ২ ডা-কা-ত নি-হ-ত হয়েছে।এ সময় আরো দুই স-ন্ত্রা-সী-কে আটক করা হয়েছে।আটককৃতদের কাছ থেকে একনলা ব-ন্দু-ক, থ্রি- ন-ট- থ্রি- রা-ই-ফে-ল ও পি-স্ত-ল সহ বিপুল পরিমাণ গু-লি, গু-লি-র খোসা ও ধা-রা-লো অ-স্ত্র-শ-স্ত্র উদ্ধার করে র্যাব। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউপির চিংড়ি জোন ইলিশিয়া ডেবডেবী এলাকায় এ ঘটনা ঘটেছে।
র্যাব সূত্রে জানা গেছে,র্যাবের একটি দল প্রতিদিনের ন্যায় টহল ডিউটিতে বের হয়।এসময় গোপনে সংবাদ পায় ইলিশিয়া ডেবাডেবি এলাকার ৫৫০ একর বিশিষ্ট একটি চিংড়ি প্রকল্প জবর-দখলের উদ্দেশে বিপুল সংখ্যক অ-স্ত্র-ধা-রী ডা-কা-ত ও স-ন্ত্রা-সী-রা অবস্থান নিয়েছেন।খবরের সত্যতা জানতে ঘটনাস্থলে যায় র্যাব।পরে ডা-কা-তে-রা র্যাবকে লক্ষ্য করে গু-লি ছুঁড়লে,র্যাবও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গু-লি চালায়।এমতাবস্থায় স-ন্ত্রা-সী-রা পিছু হটে।এরপর ঘটনাস্থল থেকে দুইজনকে গু-লি-বি-দ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।এ সময় আরো দুই সন্ত্রাসীকে আটক করা হয়।আটকের সময় তাদের থেকে একনলা বন্দুক, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তল সহ বিপুল পরিমাণ গুলি, গুলির খোসা ও ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।র্যাবের সাথে পাল্টা গোলাগুলিতে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
বন্দুকযুদ্ধের ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫এর সিপিসি কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ এক প্রেস ব্রিফিংনে বলেন, সোমবার অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রায় ১০০ গজ দূর থেকে অস্ত্রধারী ডাকাতেরা র্যাবকে লক্ষ্য করে অন্তত ৭০ রাউন্ড গুলি ছুঁড়ে।তখন র্যাব নিজেদের রক্ষার্থে অন্তত ২০০ রাউন্ড গুলি ছুঁড়ে।তুমুল যুদ্ধে একপর্যায়ে অস্ত্রধারী-ডাকাতেরা পিছু হটে।পরে ঘটনাস্থল থেকে দুইজনকে ৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, খোসা, ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।এরপর মাটিতে পড়ে থাকা গুলিবিদ্ধ ২জন সন্ত্রাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
র্যাবের অধিনায়ক আরো জানান,এই বিষয়ে আইনী প্রক্রিয়া শেষে অস্ত্র-গোলাবারুদসহ আটককৃতদেরকে থানায় সোপর্দ করবেন।
চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, র্যাব কর্তৃক আটক দুই সন্ত্রাসী এবং নিহত দুইজনের সঠিক পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে উভয় বাহিনী কাজ করছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।