চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। রবিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী আইয়ূব ফিলিং স্টে’রশনের পশ্চিমে ঢাকা ট্যোবাকো’র সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশের মতে ওই নারীর বয়স ২৫/২৬বছর হবে।
স্হানীয়রা জানান, মহাসড়কের পাশে রাতের আঁধারে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহটি ফেলে যায়। ভোরে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।তবে ওই নারীর কপালে একটি কোপের দাগের চিহ্ন আছে।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শাকের মোঃ যুবায়ের বলেন,স্হানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার পূর্বক প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তবে বিষয়টি পিবিআইকে জানিয়েছি।পিবিআই এসে শনাক্তের জন্য ফিঙ্গার নিয়েছেন।এরপরও শণাক্ত না হলে কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।