জিয়াউল হক জিয়াঃ কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে ৪টি বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস ও ১হাজার ফুট পাইপসহ ৩০হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে ভাঙ্গারমুখ এলাকার মাতামূহুরী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকার মাতামুহুরী নদীর ৪টি পয়েন্টে অবৈধভাবে উত্তোলন করা বালু মহালে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।এতে উত্তোলনকৃত ১হাজার ফুট পাইপসহ ৩০ হাজার ঘনফুট বালু করেন ইউএনও।
অভিযানের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ নিশ্চিত করেছেন। অভিযানে উপস্হিত ছিলেন,চকরিয়া থানার একদল পুলিশ,আনসারসহ আইসিটি টেকনেশিয়ান এরশাদুল হক ও আরো কয়েকজন কর্মচারী
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।