ক্রাইম পেট্রোল ডেস্কঃ চকরিয়া থানা পুলিশের অভিযানে শহীদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনালে যাত্রীবাহী হানিফ বাস থেকে ৯ হাজার ৮ শত পিস ইয়াবাসহ ছকিনা বেগম (৩৫) নামের এক মহিলাকে আটক করা হয়েছে। বুধবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সময় তাকে আটক করে পুলিশ। আটক মহিলা ছকিনা বেগম (৩৫) কক্সবাজার সদর থানার লিংক রোড় হাইদ্দার ঘোনা এলাকার মৃত; ইছাক আহমদের মেয়ে।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর-বাসটার্মিনাল এলাকায় পুলিশ ফোর্স নিয়ে অবস্থান করি।পরে চট্রগ্রামমুখী যাত্রীবাহী হানিফ বাস তল্লাশি করি।এসময় এক মহিলার হাতে কাপড়ের ব্যাগ সন্দেহমূলক চেক করলে কচটেপ মোড়ানো ৪৯ প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করি।এসব ইয়াবা উপস্হিত জনতার সামনে গগণা করে জব্দপূর্বক মহিলাটিকে থানায় নিয়ে আসা হয়। আটক মহিলাটির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।