প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২১, ৮:৩৯ অপরাহ্ণ
চকরিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি>>
চকরিয়ায় বাসের ধাক্কায় আবদুল মজিদ (৬৫) নামে পথচারী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। নিহত,আবদুল মজিদ (৬৫) উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মোস্তাক আহমদের পুত্র ।
প্রত্যক্ষদর্শীরা জানান,একটি যাত্রীবাহী বাস পেকুয়া থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন।এমতাবস্হায় বাসটি মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় পৌঁছে আরেকটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে আবদুল মজিদ নামের এক পথচারীর শরীরে সজোরে ধাক্কা লাগলে সাথে-সাথে বৃদ্ধ পথচারী মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে।এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন,আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube